বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সিটিসেলের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ফোন কোম্পানি সিটিসেল বন্ধ হওয়ার আতঙ্কে উদ্বিগ্ন প্রতিষ্ঠানের ছয় শতাধিক কর্মকর্তা-কর্মচারী। চাকরি হারানোর আশঙ্কায় তারা এই প্রতিষ্ঠান বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। সাত দফা দাবি নিয়ে গতকাল রাজধানীর মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাঁচান, মাননীয় প্রধানমন্ত্রী আপনিই পারবেন আমাদের বাঁচাতে এমন স্লোগান সংবলিত প্লাকার্ড হাতে নিয়ে এক ঘণ্টার কর্মসূচিতে অংশ নেন প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারী। সিটিসেলের সাধারণ কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে কর্মসূচিতে প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হলে আগামী ২১ আগস্টের মধ্যে সব বেতন-ভাতা পরিশোধ করার দাবি জানানো হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড এমপ্লয়িজ ইউনিয়ন (পিবিটিএলইইউ) সভাপতি আশরাফুল করিম বলেন, ইতিমধ্যে আমরা কর্তৃপক্ষের কাছে সাত দফা দাবি পেশ করেছি। তবে তারা এ বিষয়ে এখনো তাদের অবস্থান জানায়নি। তিনি বলেন, প্রতিষ্ঠান বন্ধ করতে হলে আগামী ২১ আগস্টের মধ্যে বকেয়া ও বেতন-ভাতা পরিশোধ করতে হবে। একই সময়ের মধ্যে কোরবানি ঈদের বোনাস, এলএফএ বোনাস, প্রভিডেন্ট ফান্ডের প্রযোজ্য সব সুবিধা, গ্র্যাচুইটি, ক্ষতিপূরণ হিসেবে পাঁচ বছরের পূর্ণাঙ্গ বেতন-ভাতা দিতে হবে। তিনি বলেন, আমরা ভীত, আমরা দিশাহারা। আমরা মনে করি, সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে আমাদের বিষয়গুলো অবশ্যই সংশ্লিষ্ট সংস্থাগুলো বিবেচনা করবে।

সিটিসেলের হেড অব করপোরেট কমিউনিকেশন তসলিম আহমেদ শঙ্কা জানিয়ে বলেন, এত দিন ধরে চাকরি করছি এই প্রতিষ্ঠানে। এখন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় খুবই উদ্বিগ্ন। আমার মতো এখানে কর্মরত সবার মধ্যেই উদ্বেগ কাজ করছে। আমরা আশা করি সরকার এমন একটি সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের বিষয়টি বিবেচনায় নেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর