শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বঙ্গবন্ধুর বাংলাদেশ অনেক উঁচুতে যাবে

-----------পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির দিকে ইঙ্গিত করে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পৃথিবীর মানচিত্রে বঙ্গবন্ধুর বাংলাদেশ অনেক উঁচুতে যাবে। কোনো যড়যন্ত্র এ অগ্রযাত্রাকে থামাতে পারবে না।

গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও তার সরকারের ওপর আঘাত করতে চায়, তারাই বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। যারা বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা এবং অগ্রগতিকে মেনে নিতে পারে না তাদের সঙ্গে কোনো আপস হতে পারে না। পরিকল্পনামন্ত্রী বলেন, একটি জাতির জন্য একজন মানুষের পক্ষে যা কিছু দেওয়া সম্ভব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সবটুকুই দিয়ে গেছেন। এ দেশের মানুষের প্রতি তার অগাধ বিশ্বাস ও ভালোবাসা ছিল। তিনি পাকিস্তানিদের শোষণ-বঞ্চনা এবং নির্যাতনের বিরুদ্ধে ২৩ বছর সংগ্রাম করেছেন। এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবনের দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন। পরিকল্পনা বিভাগের সচিব তারিক উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা কমিশন সদস্য ড. শামসুল আলম, খোরশেদ আলম চৌধুরী, এ এন সামসুুদ্দিন আজাদ চৌধুরী, জুয়েনা আজিজ, আইএমইডি সচিব ফরিদ উদ্দিন চৌধুরী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক এবং বিআইডিএস মহাপরিচালক ড. কে এ এস মুর্শেদ বক্তৃতা করেন।

সর্বশেষ খবর