রবিবার, ২১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
চট্টগ্রামের উন্নয়নে গোলটেবিল

মন্ত্রী-এমপিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এক গোল টেবিল বৈঠকে, সর্ষের মধ্য থেকে ভুত চিহ্নিত করে চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করতে মন্ত্রী-এমপিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হয়েছে। গতকাল সন্ধ্যায় টিআইসি গ্যালারিতে ‘চট্টগ্রামের উন্নয়ন প্রয়াসে রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক এ গোল টেবিলের আয়োজন করে চট্টগ্রাম নাগরিক উদ্যোগ। এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সংগঠনের আহ্বায়ক সাংবাদিক রিয়াজ হায়দার। স্বাগত বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের সমন্বয়কারী খোরশেদ আলম। আলোচনায় অংশ নেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি একেএম সিরাজুল ইসলাম, বর্ষিয়ান রাজনীতিবীদ মঈম উদ্দিন চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয় গবেষক ড. সালেহ উদ্দিন, ওয়াসার ব্যবস্থাপক এবিএম ফয়জুল্লাহ, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মাঈন উদ্দিন আহমেদ মিণ্টু, বিএমএ চট্টগ্রাম সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক ডা. মো. শরীফ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আবু তাহের চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দিন আহমেদ প্রমুখ। বক্তরা বলেন, জনৈক আমলার বিরুদ্ধে মেয়র উত্থাপিত ঘুষের অভিযোগের পর মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পত্র উদ্বেগজনক। উন্নয়নের স্বার্থে সৎ রাজনীতিবীদ, মন্ত্রী, এমপিসহ জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজকে একমঞ্চে ঐক্যবদ্ধ হয়ে চট্টগ্রাম মেয়রের পাশে দাঁড়ানো উচিত।

সর্বশেষ খবর