রবিবার, ২১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বঙ্গবন্ধু হত্যায় জড়িত কারও ক্ষমা নেই

---------------- ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের কারও ক্ষমা নেই। ইতিহাসেরও একটা বিচার আছে, আদালত আছে। সে আদালতে মঞ্চের নেপথ্যের অপরাধী, বেঈমান, বিশ্বাসঘাতকদের ক্ষমা হবে না।

গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলন হলরুমে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বিএসএমএমইউ শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, কোনো খুনিরই স্বাভাবিক মৃত্যু হয়নি। আমার বিশ্বাস বাংলার মাটি এই রক্ত হজম করবে না। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত এ যাবত যাদের মৃত্যু হয়েছে- তাদের কারও স্বাভাবিক মৃত্যু হয়নি। অন্যদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। স্বাচিপের বিএসএমএমইউ শাখার সভাপতি অধ্যাপক শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ মোদাচ্ছের আলী, সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, স্বাচিপ সভাপতি অধ্যাপক ইকবাল আর্সেলান ও মহাসচিব অধ্যাপক এমএ আজিজ, বিএসএমএমইউর কোষাধ্যক্ষ আলী আসগর মোড়ল প্রমুখ।

সর্বশেষ খবর