রবিবার, ২১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কালিহাতীর উপনির্বাচনে গামছা নির্বাচিত হলে গণতন্ত্রের বিজয় হতো

------------------- কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘শেখ হাসিনা চেষ্টা করলে দেশকে গণতন্ত্রের দিকে নিয়ে যেতে পারতেন। কিন্তু তার সে সুযোগ নেই। কারণ বর্তমান আওয়ামী লীগ এখন আর বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এখন লুটেরাদের দলে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, তাদের অনেকেই আজ এই দলে ও সরকারে বড় বড় পদে ঠাঁই পেয়েছেন।’

তিনি গতকাল সন্ধ্যায় টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে জেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের বন্যার্তদের মধ্যে ত্রাণ কার্যক্রম ও দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এ এইচ এম আবদুল হাইয়ের সভাপতিত্বে সভায় কাদের সিদ্দিকী বলেন, ‘মানুষকে মানুষ খাবার দিয়ে বাঁচাতে পারে না। বুদ্ধি দিয়ে বাঁচায়। উত্তরাঞ্চলের দুর্গত বন্যাকবলিত মানুষকে সাহস ও শক্তি জোগানের জন্য তাদের পাশে দাঁড়িয়েছি। তাদের সহানুভূতি প্রকাশ করতে সেখানে গিয়েছিলাম। সাধ্যমতো তাদের হাতে খাবার তুলে দিয়েছি।’ তিনি বলেন, কালিহাতীর উপনির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সরকারের কোনো লাভ হয়নি। বরং ক্ষতি হয়েছে। তিনি বলেন, গামছা নির্বাচিত হলে গণতন্ত্রের বিজয় হতো। সরকার লাভবান হতো। সরকার বন্যাদুর্গত মানুষের পাশে না থেকে বন্যায় ভেসে আসা হাতি নিয়ে ৫৩ দিন ব্যস্ত ছিল। উত্তরাঞ্চলে বন্যার্ত মানুষের পাশে পর্যাপ্ত ত্রাণসামগ্রী পৌঁছায়নি। সেখানকার মানুষ অসহায় অবস্থায় জীবনযাপন করছে। কাদের সিদ্দিকী বলেন, ‘আমি শেখ হাসিনার সমালোচনা করি না। তার কাজকর্মের সমালোচনা করি।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট হাসান আলী রেজা, কালিহাতী উপজেলা সভাপতি হাসমত আলী, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাবিবুন নবী সোহেল, নাগরপুর উপজেলা সাধারণ সম্পাদক দীলিপ ধর সেন্টু, বাবুল সিদ্দিকী, অধ্যাপক মীর জুলফিকার আলী শামীম, বাসাইল উপজেলা সাধারণ সম্পাদক রাহাত হাসান টিপু প্রমুখ।

সর্বশেষ খবর