শিরোনাম
রবিবার, ২১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জালিয়াতি মামলায় রাসিক কাউন্সিলরের বিরুদ্ধে সমন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরুর বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম খ অঞ্চল আদালতে চেক জালিয়াতির মামলা হয়েছে। আদালত তার বিরুদ্ধে সমন জারি করেছেন। গত ১৮ আগস্ট নগরীর মহিষবাথান এলাকার বাসিন্দা এ হোসেন ট্রেডার্সের মালিক আলতাফ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। আদালতের বিচারক মোকশেদা আসগর মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত আসামিকে আগামী ৮ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, কামরুজ্জামানের সঙ্গে ব্যবসায়ী আলতাফ হোসেনের দীর্ঘদিনের সুসম্পর্ক থাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাকিতে রড ও সিমেন্ট কিনতে চান। ব্যবসায়ী আলতাফ হোসেন ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামানকে ৬ লাখ ৩০ হাজার টাকার রড ও সিমেন্ট দেন। এর বিপরীতে অভিযুক্ত কাউন্সিলর কোর্ট বাজার অগ্রণী ব্যাংক শাখায় ৭ জানুয়ারিতে নিজ নামের সঞ্চয়ী হিসাব নং-০২০০০০৫৭২৯৩৭৫ থেকে ওআইসি ৯১৭২২০১ চেক নম্বর থেকে ৫ লাখ টাকা এবং ৫ মে তারিখে ওআইসি চেক নম্বর ৯১৭২২০৩ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা দুইটি চেক বাদীকে প্রদান করেন। গত ১৪ জুন বাদী চেক দুটি নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে টাকা উঠাতে গেলে ওই হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি অপর্যাপ্ত তহবিল মর্মে ডিজঅনার রশিদসহ ফেরত দেয়। পরে কাউন্সিলর কামরুর কাছে টাকা পরিশোধের অনুরোধ করে ব্যর্থ হলে ১২ জুলাই তার বরাবর লিগ্যাল নোটিস পাঠানো হয়। ৩০ দিন অতিক্রম করলেও লিগ্যাল নোটিসের কোনো উত্তর না পাওয়ায় তিনি ১৩৮ ধারায় চেক জালিয়াতির মামলা দায়ের করেছেন।

সর্বশেষ খবর