মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন দণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ৫০ বোতল ফেনসিডিল ও ২০০ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে সুমন হাওলাদারকে যাবজ্জীবন ও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম। দণ্ডিত সুমন হাওলাদার নগরীর বিএম কলেজ রোডের লুত্ফর রহমান মাস্টারের ছেলে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লস্কর নুরুল হক জানান, ২০১৪ সালের ২২ জুন সন্ধ্যায় বিএম কলেজ সংলগ্ন ভাড়া বাসা থেকে ৫০ বোতল ফেনসিডিল এবং ২০০ ইয়াবাসহ সুমনকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই আহসান কবির মাদক আইনে থানায় মামলা করেন।

একই বছরের ২৩ জুলাই গোয়েন্দা পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করেন। ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ট্রাইব্যুনাল আসামি সুমনকে ১৯৯০ সালের মাদক আইনের ১৯ (১) এর ৩ (খ) ধারায় যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেয়। এ ছাড়া মাদক আইনের ১৯ (১) এর (খ) ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের দণ্ডাদেশ দেওয়া হয়।

সর্বশেষ খবর