মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ত্রাণ নিয়ে কোনো দুর্নীতি সহ্য করা হবে না

স্থানীয় সরকারমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ নিয়ে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। কেউ ত্রাণ নিয়ে নয়-ছয় করলে তার হিসাব নেওয়া হবে। যত দিন পর্যন্ত ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়াতে না পারবে ততদিন পর্যন্ত সাহায্য অব্যাহত থাকবে। বর্তমান সরকারের আমলে কেউ বিনা চিকিৎসায় এবং না খেয়ে মরবে না। গতকাল বিকালে ফরিদপুর সদরের তিনটি ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছি। ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মাঝে সব ধরনের সাহায্য-সহযোগিতা যা দরকার সবই করা হবে। ক্ষতিগ্রস্তরা যতদিন নিজেরা সক্ষম না হবে ততদিন পর্যন্ত সাহায্য অব্যাহত রাখা হবে। মন্ত্রী বলেন, ত্রাণ নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। কেউ যদি ত্রাণ নিয়ে কোনো রকম দুর্নীতি করে তাহলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া শহরতলির গেরদা, আলিয়াবাদ ও কৈজুরী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এর আগে বিকাল সাড়ে ৫টায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জোবাইদা-করিম জুটমিল পরিদর্শন করেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর