মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জিয়াউর রহমান ছিলেন আইএসআইয়ের এজেন্ট

মির্জা আজম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানিদের অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন। আসলে তিনি ছিলেন মুক্তিযোদ্ধাদের মধ্যে ঘাপটি মেরে থাকা আইএসআইয়ের এজেন্ট। পাকিস্তানের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতেই জিয়ার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুননাহার হলে এক আলোচনা সভায় মির্জা আজম এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে শামসুননাহার হল শাখা ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে। হল শাখার সভাপতি নিশীতা ইকবাল নদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন হলের প্রাধ্যক্ষ ড. সুপ্রিয়া সাহা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন প্রমুখ। মির্জা আজম বলেন, বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্য শুধু একজন মানুষকে হত্যা করা নয়; বরং বাংলার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করাই ছিল ঘাতকদের মূল লক্ষ্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ ভিক্ষা নেয় না; ভিক্ষা দেয়। তাই ছাত্রলীগের কাজ হবে দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা।

সর্বশেষ খবর