বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

চার দিনব্যাপী টেক্সটেক এক্সপো ৩১ আগস্ট শুরু

নিজস্ব প্রতিবেদক

চার দিনব্যাপী টেক্সটেক বাংলাদেশ এক্সপো- ২০১৬ আগামী ৩১ আগস্ট শুরু হবে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী। গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। কনফারেন্স অ্যান্ড এক্সিভিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড  সেমস্ গ্লোবাল ১৭তম এ টেক্সটেক এক্সপোর আয়োজনে রয়েছে। প্রদর্শনীতে ২৩টি দেশের প্রায় ১ হাজার ৫০টি কোম্পানি অংশ  নেবে। টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের যন্ত্রপাতি, সুতা, কাপড় তৈরির মেশিনারিজ, ডায়েস এবং বিশেষ রাসায়নিক দ্রব্যের বিশাল সমাহার থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেমস্ গ্লোবাল (ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক) -এর গ্রুপ প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মিসেস  মেহরুন এন ইসলাম, সেমস্ বাংলাদেশের হেড অব মার্কেটিং আবু নঈম মো. শরীফ, জয়েন্ট ম্যানেজার (অ্যাডমিন) লুত্ফর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর