বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
রানা প্লাজা ট্র্যাজেডি

ইমারত বিধির মামলার সাক্ষ্য গ্রহণ ২৬ অক্টোবর

আদালত প্রতিবেদক

সাভারের রানা প্লাজা ভবন ধসের ঘটনায় করা ইমারত বিধির মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ২৬ অক্টোবর ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আফসানা আবেদীন এ দিন ধার্য করেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ভেঙে পড়লে শিল্পক্ষেত্রে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় নিহত হন ১ হাজার ১৩৫ জন, আহত হন আরও সহস্রাধিক শ্রমিক। যারা ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় কাজ করতেন। তদন্ত শেষে সিআইডি পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর ২০১৫ সালের ১ জুন ইমারত বিধির মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালত ১৪ জুন ভবন মালিক সোহেল রানাসহ ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার আসামিদের মধ্যে ভবন মালিক সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক, মা মর্জিনা  বেগম, সাভার পৌরসভার মেয়র  মো. রেফাতউল্লাহ, পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, ৭ নম্বর ওয়ার্ডের কমিশনার হাজি মোহাম্মদ আলী, পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাইট ইঞ্জিনায়ার মো. সারোয়ার কামাল প্রমুখ অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া সাভার পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম, মাহবুব আলম, রেজাউল ইসলাম ও নান্টু কন্ট্রাক্টর পলাতক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর