শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আখাউড়া স্থলবন্দর দিয়ে ২৭৩ টন চাল গেল ত্রিপুরায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে গতকাল দুপুরে ১৫টি কাভার্ড ভ্যান করে ২৭৩ মেট্রিক টন চাল ভারতের ত্রিপুরা রাজ্যে যায়। এর আগে আশুগঞ্জ বন্দর থেকে ভোর ৪টায় এ চাল নিয়ে ত্রিপুরার উদ্দেশে ছেড়ে আসে কাভার্ড ভ্যানগুলো। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মানবিক কারণে শুল্ক ছাড়াই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় ৩৫ হাজার মেট্রিক টন ভারতীয় খাদ্যশস্য (চাল) বাংলাদেশের ওপর দিয়ে পরিবহনের অনুমোদন লাভ করে ভারত। ইতিমধ্যে চুক্তির আওতায় ২০১৪ সালে ১০ হাজার মেট্রিক টন চাল ও ২০১৫ সালে ১০ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশের ওপর দিয়ে ভারতের ত্রিপুরায় পৌঁছেছে। ওই চালের আরেকটি চালান নিয়ে এমভি অভি নামের জাহাজটি ১৪ আগস্ট কলকাতার খিদিরপুর বন্দর থেকে রওনা করে। ভারত সরকারের সহায়তার প্রায় ২৩০০ টন চাল নিয়ে এমভি অভি নামে জাহাজটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে মঙ্গলবার বিকালে নোঙর করে। গতকাল সকালে জাহাজ থেকে চাল খালাস করে কাভার্ডভ্যানে লোডিং করা হয়। এসব চাল ত্রিপুরা রাজ্যে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের ৪৫০ কিলোমিটার নৌপথ ও ৫০ কিলোমিটার স্থলপথ ব্যবহার করা হলেও মানবিক কারণে কোনো প্রকার শুল্ক নেওয়া হচ্ছে না।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার (রাজস্ব) কামরুল ইসলাম জানান, কাস্টমস থেকে সব আনুষ্ঠানিকতা শেষ করে জাহাজ থেকে কাভার্ড ভ্যানে চাল ওঠানোর অনুমতি দেওয়া হয়। শুল্ক ছাড়া সব প্রকার চার্জ পরিশোধ করে এসব চাল ত্রিপুরায় নিয়ে যাওয়া হবে। গতকাল সকালে চাল নিয়ে ১৫টি কাভার্ড ভ্যান আখাউড়া স্থলবন্দরে পৌঁছে। পরে সব আনুষ্ঠানিকতা শেষে দুপুরে কাভার্ড ভ্যানগুলো ত্রিপুরার উদ্দেশে ছেড়ে যায়।

সর্বশেষ খবর