শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
অর্থবছরের প্রথম মাস

লক্ষ্যমাত্রার চেয়ে ৮৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায়

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম মাসে ৯ হাজার ৫৯৭ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে এনবিআর। লক্ষ্যমাত্রার চেয়ে যা ৮৮ কোটি টাকা বেশি। আগের বছরের একই সময়ের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশ। চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা দুই লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা। এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই মাসে আয়কর, শুল্ক ও মূসক খাতে ৯ হাজার ৫০৯ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। মাস শেষে আদায় হয়েছে ৯ হাজার ৫৯৭ কোটি টাকা। আগের অর্থবছরে মোট লক্ষ্যমাত্রার চেয়ে এনবিআর ৫ হাজার ৫২৮ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে। চলতি অর্থবছরেও মোট লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আদায় করা যাবে বলে মনে করে এনবিআর। এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান জানান, রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সম্মিলিত কাজে এটা সম্ভব হয়েছে। এ ছাড়া বকেয়া আদায়ে অগ্রগতি হয়েছে। রাজস্ব সংক্রান্ত চলমান মামলা নিষ্পত্তি হয়েছে সন্তোষজনকভাবে। ফলে রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে।

সর্বশেষ খবর