শনিবার, ২৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কলঙ্কিত ব্যক্তিরও জন্ম হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলায়

—ভূমি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গতকাল বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ভাষণে আওয়ামী লীগ দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমদের তীব্র সমালোচনা করেছেন। মোছলেম উদ্দিনকে ইঙ্গিত করে ভূমি প্রতিমন্ত্রী বলেন, এ বোয়ালখালীতে মরহুম সিরাজুল ইসলাম, আবদুস সোবাহান, এমপি মঈন উদ্দিন খান বাদল, আবুল কালামসহ স্বনামধন্য বহু ব্যক্তির জন্ম হয়েছে। তেমনি কলঙ্কিত ব্যক্তির জন্মও হয়েছে। দক্ষিণ জেলা আওয়ামী লীগ যখন গঠিত হয় তখন দলকে সুসংগঠিত করা হবে—এ আশায় বুক বেঁধে ছিলাম আমরা। অথচ মনোনয়ন বাণিজ্য, টাকা নিয়ে পদবি দেওয়ার বাণিজ্য করার অভিযোগ আছে দক্ষিণ জেলা সভাপতির বিরুদ্ধে। একসময় দক্ষিণ জেলা আওয়ামী লীগকে নিয়ে গর্ব হতো। আজ দক্ষিণ জেলার রাজনীতিকে ধ্বংস করেছেন তিনি। ভূমি প্রতিমন্ত্রী ‘এই ব্যক্তির’ বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ খবর