রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সীমান্তে পশুর হাট তুলে দিতে বিএসএফের আবেদন

কলকাতা প্রতিনিধি

সীমান্ত দিয়ে গরু পাচার রুখতে পশ্চিমবঙ্গের বিগত বাম সরকারের জারি করা এক নির্দেশিকা বাস্তবায়নের জন্য বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের কাছে আবেদন জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ২০০৩ সালে বাম সরকারের আমলে জারি করা ওই নির্দেশিকায় বলা হয় আইনশৃঙ্খলা অবনতির কারণে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে কোনো গবাদি পশুর হাট বসানো যাবে না। ওই নির্দেশিকা বাস্তবায়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে গত ১০ মাসে বিএসএফ তিনটি চিঠি দিয়েছে। সেখানে বলা হয়েছে দুই দেশের আন্তর্জাতিক সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে গবাদি পশুর হাট বসানোর ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও এই মুহূর্তে সীমান্ত বরাবর ২০টি পশুর হাটের মধ্যে ছয়টি হাট সেই নির্দেশিকা লঙ্ঘন করেছে। এই ছয়টি পশুর হাটই পশ্চিমবঙ্গের চার জেলায় অবস্থিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর