রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতাকে তেল না দেওয়ায় ফিলিং স্টেশন ভাঙচুর, লুটপাট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাকিতে আওয়ামী লীগ নেতাকে এক হাজার লিটার তেল না দেওয়ায় একটি ফিলিং স্টেশনে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে হাটহাজারীর আলাওল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ফিলিং স্টেশন মালিকপক্ষের অভিযোগ, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মনজুর আলমের অনুসারীরা এ সন্ত্রাসকাণ্ড ঘটিয়েছেন। হাটহাজারী থানার ওসি বেলাল জাহাঙ্গীর বলেন, ‘এ ধরনের ঘটনার কথা শুনেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ ফিলিং স্টেশনের ম্যানেজার এনায়েত উল্লাহ বলেন, ‘বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতা মনজুর আলম ফোন করে বাকিতে এক হাজার লিটার তেল দিতে বলেন। কিন্তু বাকিতে তেল দেওয়ার নিয়ম না থাকায় আমরা তা দিতে অপারগতা প্রকাশ করি। শুক্রবার রাতে মনজুর আলমের ভাগ্নে মুন্না এসে আমাদের হুমকি-ধমকি দিয়ে যান। পরে রাতে মুখোশধারী ১০-১২ জন এসে ফিলিং স্টেশনের কাচ, আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় ভল্ট ভেঙে নগদ সাড়ে তিন লাখ টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর