রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কারাগারে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি

কারাগারে বন্দী শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিরা বাইরে যেন যোগাযোগ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন, কারাগারগুলোতে অন্তরীণ জঙ্গিদের সাধারণ বন্দীদের থেকে আলাদাভাবে রাখা হয়েছে। তারা যেন নিজেদের সঙ্গে অথবা বাইরে যোগাযোগ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এলক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম ও কাশিমপুর কারাগারে বেশি জঙ্গি থাকায় জ্যামার স্থাপন করা হয়েছে। অতিসম্প্রতি ৩২ কোটি টাকা ব্যয়ে কারাগার নিরাপত্তা আধুনিকায়নে একটি প্রকল্প নেওয়া হয়। গতকাল দুপুরে গাজীপুর জেলা কারাগারে নবনির্মিত কেইস টেবিল ভবন, কারাবন্দীদের গার্মেন্ট প্রশিক্ষণ কেন্দ্র, গভীর নলকূপ এবং পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর