রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

গভীর শ্রদ্ধা ভালোবাসায় কবি নজরুলকে স্মরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

গভীর শ্রদ্ধা ভালোবাসায় কবি নজরুলকে স্মরণ

বাঙালির দ্রোহের এবং প্রাণের কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকীতে গতকাল জাতি তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খানিসহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দিবসটিতে নজরুলের প্রত্যাশিত অসাম্প্রদায়িক জীবন চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন সমাধিতে খুব ভোরে ছুটে আসেন নজরুলভক্তরা। এরপর পরিবারের সদস্য, ভক্ত, অনুরাগী ও রাজনৈতিক নেতা-কর্মীদের ফুলে ফুলে ছেয়ে যায় সমাধিসৌধ। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে এ সময় ফুলেল শ্রদ্ধা নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলও কবির মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আরও শ্রদ্ধাজ্ঞাপন করে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, শিশু একাডেমি, নজরুল সংগীত শিল্পী পরিষদ, নজরুল সংগীত সংস্থা, নজরুল ইনস্টিটিউট, আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নজরুল একাডেমি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।এ দিন শিল্পকলা একাডেমি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিত ঘোষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর