রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

‘ভারত থেকে নদীর ন্যায্য পানি পাওয়া উচিত বাংলাদেশের’

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের সঙ্গে নদীর পানি বণ্টন সম্পর্কিত বিষয়ে ভারতের নীতি নিয়ে প্রশ্ন তুললেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। শুক্রবার ত্রিপুরার রাজধানী আগরতলায় ‘ক্রস বর্ডার টেররিজম ইন বাংলাদেশ : ইমপ্লিকেশনস ফর ইন্ডিয়ার বর্ডার স্টেটস’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশের নদীর ন্যায্য পানি পাওয়া উচিত।

রাজ্যপাল বলেন, ‘পানির ওপর নদীর নিম্নতীরবর্তী রাষ্ট্রের অধিকার অস্বীকার করা যায় না। পাকিস্তানের সঙ্গে নদীর পানি বণ্টনের ক্ষেত্রে ভারতও তা অস্বীকার করেনি, এমনকি সম্পর্ক খারাপ হওয়া সত্ত্বেও পাকিস্তানকে চেনাব, ঝিলাম, রাভি, বিপাশা ও শতদ্রু— এ পাঁচটি নদীর পানি বণ্টন বন্ধ করেনি ভারত।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর