রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
জাতীয় কমিটির প্রতিক্রিয়া

প্রধানমন্ত্রীর বক্তব্য কোম্পানির বিজ্ঞাপনী প্রচার দ্বারা প্রভাবিত

নিজস্ব প্রতিবেদক

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন তা কোম্পানির বিজ্ঞাপনী প্রচার দ্বারা প্রভাবিত। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যরা গতকাল এক বিবৃতিতে এমন কথা বলেন। জাতীয় কমিটির দেওয়া বিবৃতিতে আরও জানানো হয়, শেখ হাসিনা ও বিএনপি নেত্রী খালেদা জিয়া রামপাল ইস্যুতে ডাকা সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতীয় কমিটি সংবাদ সম্মেলন করবে। আগামীকাল বেলা ১১টায় কমিটির পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। গণভবনে গতকাল প্রধানমন্ত্রীর করা বক্তব্য ‘আন্দোলনের খরচ জোগান দেয় কে?’— এর উত্তরে জাতীয় কমিটির সদস্য আনু মুহাম্মদ ও শেখ মুহম্মদ শহীদুল্লাহ জানান, এ আন্দোলন জনগণের গায়ে-গতরে গড়ে তোলা আন্দোলন। এ আন্দোলনে তরুণরাই প্রধান শক্তি। তারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এ আন্দোলনে জমায়েত হয়েছে। এতে আরও বলা হয়, একদিকে বিএনপি নেত্রী সংবাদ সম্মেলনের মাধ্যমে সুন্দরবন আন্দোলন নিয়ে বিভ্রান্তি তৈরি করেছেন, অন্যদিকে তার বক্তব্যের সুযোগ নিয়ে প্রধানমন্ত্রী সুন্দরবন রক্ষার আন্দোলনকে কালি মাখানোর চেষ্টা করছেন। আমরা জানাতে চাই, সুন্দরবর রক্ষার আন্দোলন বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণের ওপর ভর করে স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবে বিকশিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর