রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ট্রাইব্যুনাল সরানোর চিঠি প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক

যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুরনো হাইকোর্ট ভবন থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সুপ্রিমকোর্ট প্রশাসনের দেওয়া চিঠি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পরবর্তীতে এ ট্রাইব্যুনাল ভবিষ্যৎ প্রজন্মের জন্য যথাযথ সংরক্ষণ করে জাদুঘর হিসেবে রূপান্তরের দাবিও জানানো হয়েছে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সংবাদ সম্মেলনে নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, বহুল আলোচিত মীর কাসেম আলীর মামলা যখন চূড়ান্ত পর্যায়ে তখন ট্রাইব্যুনালকে পুরনো হাইকোর্ট ভবন ছেড়ে দেওয়ার জন্য নোটিস যেন বিনা মেঘে বজ পাতের মতো। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই নোটিস প্রত্যাহার করা না হলে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, বিচার চলবে এবং এ ভবনেই চলবে। স্থান সংকুলান কোনো সমস্যা নয়। বিচারকদের নিরাপত্তা, আইনজীবীদের নিরাপত্তা, সাক্ষীদের নিরাপত্তা, অন্য কর্মচারীদের নিরাপত্তা— এ ভবন (পুরনো হাইকোর্ট ভবন) ছাড়া অন্য কোনো ভবনে এসব নিরাপত্তা হতে পারে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর