সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কওমি মাদ্রাসা নিবন্ধনে বাধ্যবাধকতা আরোপ করা যাবে না : বেফাক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় আলেম-ওলামারা বলেছেন, দেশের ৯২ ভাগ মুসলিম জনগোষ্ঠীর সন্তানদের ইসলামের বুনিয়াদি শিক্ষা দেওয়া ফরজে আইন। আবহমানকাল থেকে কওমি মাদ্রাসাগুলো সেই ফরজে আইনের কাজটিই আঞ্জাম দিয়ে যাচ্ছে। তাই কওমি মাদ্রাসার ক্ষেত্রে নিবন্ধনের বাধ্যবাধকতা আরোপ করা যাবে না। করলে তা হবে ফরজে আইনের কাজকে বাধাগ্রস্ত করার শামিল। গতকাল বেফাক কার্যালয়ে সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহসভাপতি মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস, মাওলানা মোস্তফা আযাদ, মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী, সহকারী মহাসচিব মাওলানা মাহফুযুল হক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর