সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

এসটিপি ছাড়া কোনো নকশা অনুমোদন নয়

———— গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সুয়োজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) ছাড়া কোনো ভবনের নকশা অনুমোদন না দেওয়ার জন্য মন্ত্রণালয়ের অধীন সব অধিদফতর ও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, নকশা অনুমোদনের শর্তে এ বিষয়টি যোগ করতে হবে। গতকাল উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে সুয়োজ ট্রিটমেন্ট পদ্ধতি নির্ধারণ ও নেটওয়ার্কিং শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ নির্দেশনা দেন। গণপূর্ত অধিদফতরের সম্মেলন কক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গণপূর্ত অধিদফতর যৌথভাবে এ সেমিনার আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সি। গণপূর্ত মন্ত্রী বলেন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকেও এ বিষয়ে এখনই পদক্ষেপ নিতে হবে। যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে নাগরিক জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। ঢাকার চারপাশের নদী দূষিত হয়ে গেছে। উত্তরা তৃতীয় ফেজের অ্যাপার্টমেন্ট প্রকল্পের বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ব্যবস্থা চালু করতে হবে। বাসাবাড়ির মানববর্জ্য সরাসরি নগরীর নর্দমায় সংযোগ করায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর