সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

দুই বিচারক হত্যায় জঙ্গি আরিফের মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠির দুই বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্য আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রিভিউ আবেদন খারিজ করে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় দেন। আরিফের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এন কে সাহা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। ওই ঘটনায় বোমা হামলাকারী ইফতেখার হোসেন মামুন, জেলা জজ আদালতের চতুর্থ শ্রেণির কর্মচারী আবদুল মান্নান ও দুধ বিক্রেতা বাদশা মিয়া আহত হন। ওই মামলার রায়ে ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, শায়খের ভাই আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়াল, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ (ফারুক) ও আসাদুল ইসলাম আরিফকে মৃত্যুদণ্ড দেন। এদের মধ্যে আরিফ পলাতক থাকায় তখন আপিলের সুযোগ পাননি। বাকি ছয় জঙ্গির ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০০৬ সালের ৩১ আগস্ট তাদের মৃত্যুদণ্ড বহাল রাখেন উচ্চ আদালত। ওই বছরের ২৮ নভেম্বর আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ছয় জঙ্গির জেল আপিল খারিজ করেন। রাষ্ট্রপতি তাদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিলে পরের বছরের ২৯ মার্চ রাতে দেশের বিভিন্ন কারাগারে ছয় জঙ্গির ফাঁসির দণ্ড কার্যকর করা হয়। ২০০৭ সালের ১০ জুলাই এ মামলার আরেক আসামি আরিফ গ্রেফতার হন। পরে তিনি হাইকোর্টে আপিল করলে তার মৃত্যুদণ্ড বহাল থাকে। আপিলের রায়েও তার এই সাজা বহাল থাকে। আপিলের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন করেন আরিফ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর