সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বিটিভি সংবাদের মান নিয়ে সংসদীয় কমিটিতে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত সংবাদের মান ও উপস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি বিটিভিতে পেশাদার রিপোর্টার ও দক্ষ সংবাদ উপস্থাপক নিয়োগ দেওয়ার সুপারিশ করে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপত্বি করেন কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ। কমিটির সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মৃণাল কান্তি দাস বৈঠকে অংশ নেন। তথ্য সচিব মরতুজা আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে বিটিভিতে প্রচারিত অনুষ্ঠানমালা ও সংবাদ নিয়ে আলোচনা করার সময় কমিটির সদস্যরা বলেন, এক সময় বিটিভিই দেশের মানুষের মনের খোরাক মেটাত, অথচ এখন সর্বসাধারণের চাহিদা মেটাতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিটিভির অনুষ্ঠানের মানোন্নয়ন, অনুষ্ঠান উপস্থাপনে দক্ষতা ও মেধার সমন্বয় ঘটানোর প্রয়োজন। কারণ দেশে এখন অনেকগুলো প্রাইভেট চ্যানেল। মানুষের চাহিদার প্রতি নজর রেখে এসব চ্যানেলের অনুষ্ঠানমালা ও সংবাদ তৈরি হয় বলে দর্শকরা এসব চ্যানেলের দিকেই মনোযোগী হচ্ছেন। এ জন্য কমিটির সদস্যরা পেশাদার রিপোর্টার, দক্ষ ক্যামেরাম্যান, দক্ষ প্রকৌশলী ও সংবাদ উপস্থাপক গড়ে তোলার সুপারিশ করছে। একই সঙ্গে উল্লেখ করা হয়, সরকারের জনগুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো দায়সারাভাবে সংবাদ প্রচার না করে এমনভাবে উপস্থাপন করা জরুরি, যেন দর্শক-শ্রোতারা তা দেখা ও শোনায় আকর্ষণ বোধ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর