সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ পুলিশের

নিজস্ব প্রতিবেদক

চলমান জঙ্গিবিরোধী অভিযান নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সদর দফতর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল পৃথক প্রতিবাদলিপিতে বলা হয়, খালেদা জিয়ার বক্তব্য জঙ্গিদের আরও উৎসাহ দেবে।

জন্মাষ্টমী উপলক্ষে শনিবার শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। কল্যাণপুরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এটা সাজানো ঘটনা। প্রতিবাদে বলা হয়, কল্যাণপুরে পুলিশের ওই অভিযান শতভাগ স্বচ্ছতা, পেশাদারিত্ব ও সাহসিকতাপূর্ণ ছিল, যা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। এ অভিযানে যারা নিহত হয়েছে তাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা গেছে, তারা জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘ দিন পরিবার থেকেও বিচ্ছিন্ন ছিল। তাদের জঙ্গি পরিচয় প্রকাশের পর অনেকের পরিবার তাদের সন্তান/আত্মীয় পরিচয় দিতে ঘৃণাবোধ করেছেন। এমনকি তাদের পরিবারের কেউ কেউ তাদের লাশ নিতেও অনাগ্রহ দেখিয়েছে। বিএনপি চেয়ারপারসন কল্যাণপুরের ঘটনাকে কেন্দ্র করে যে বক্তব্য দিয়েছেন তা উদ্দেশ্যমূলক, দুঃখজনক ও অনভিপ্রেত। এ ধরনের বক্তব্যে প্রকারান্তরে জঙ্গিরা উৎসাহিত হতে পারে। কোনো দায়িত্বশীল ব্যক্তির নিকট থেকে এ ধরনের বক্তব্য অপ্রত্যাশিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর