সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

৮ রেস্তোরাঁকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে রাজধানীর ৮টি রেস্তোরাঁকে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে এপিবিএন-১, এপিবিএন-৫, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে এ অভিযান চালায়। এপিবিএন সূত্র জানায়, তেজগাঁওয়ের ক্যাফে প্রিন্স রেস্তোরাঁকে ২০ হাজার টাকা এবং ভর্তা-ভাত রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ দিকে ধানমন্ডিতে রসুঁই রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, সিটি খাবার ঘরকে ৫ হাজার টাকা, অ্যারোমাস লাইভ কিচেনকে ৩০ হাজার টাকা, জিয়ামিন রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, বাবুর্চি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং কড়াই গোসত রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর