মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

১৫ আগস্টের হত্যাকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে : আমু

নিজস্ব প্রতিবেদক

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের বিরুদ্ধে। এ হত্যা কোনো পরিবারের বিরুদ্ধে ছিল না। বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ। শিল্পমন্ত্রী বলেন, ’৭৫-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনা করলে আমরা দেখব, এই হত্যাকাণ্ডের সুবিধাভোগী কারা? এটা তো আমাদের বক্তৃতা দিয়ে বলার প্রয়োজন পড়ে না। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আমলে ১৩ হাজার যুদ্ধাপরাধীকে ‘কলাবরেটর অ্যাক্ট’ আইনের আওতায় এনেছিলেন। বিচার শুরু হয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সেই ১৩ হাজার লোককে মুক্তি দেয়।  সভায় বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ’৯৬ সালে ক্ষমতায় না এলে আমরা আজ হয়তো এভাবে বঙ্গবন্ধুকে স্মরণ করতে পারতাম না। হত্যাকাণ্ডের পর ২১ বছর পর্যন্ত বঙ্গবন্ধুকে সেভাবে স্মরণ করতে পারিনি। তাই আজ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জঙ্গিবাদকে নির্মূল করতে হবে। পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাহারা খাতুনের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ।

 

সর্বশেষ খবর