মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আইসিটি খাতে ২৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক

দক্ষ আইটি জনবল গড়ে তোলা এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) (২০১৭-২০২২) একটি প্রকল্পে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে প্রাথমিকভাবে নির্বাচিত দেশের নয়টি বিশ্ববিদ্যালয় (ঢাকা, বুয়েট, জাহাঙ্গীরনগর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, আইইউটি, ইস্ট ওয়েস্ট, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি, ব্র্যাক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে আইটি সেক্টরে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রস্তাবিত প্রকল্পের ওপর গতকাল ইউজিসি ভবনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, আইসিটিবিষয়ক প্রাইভেট সেক্টরের প্রতিনিধি এবং নয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান মতবিনিময় করেন।

এ সময় এডিবি প্রতিনিধির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইউজিসি চেয়ারম্যানসহ উপস্থিত অন্যরা আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে এডিবি রেসিডেন্ট মিশনের সিনিয়র সোশ্যাল সেক্টর স্পেশালিস্ট রুদি ভ্যান দায়েল, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর