মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত রবিবার ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠাগারে বঙ্গবন্ধু ও গোলাম আযমের বই পাশাপাশি’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জনসংযোগ দফতর থেকে পাঠানো প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে—গ্রন্থাগারে স্টকটেকিংয়ের কাজ চলছে। বঙ্গবন্ধুর জীবনী ও গোলাম আযমের বই একসঙ্গে ছিল বলে যে সংবাদ ছাপানো হয়েছে তা আদৌ সত্য নয়। বই দুটির মাঝে বেশকিছু বই নিয়ম অনুযায়ী থাকার কথা। স্টকটেকিং কাজের জন্য সেলফ থেকে সব বাংলা বই নামানো হয়েছিল। বিচ্ছিন্নভাবে থাকা বইগুলো ইচ্ছাকৃতভাবে কেউ পাশাপাশি রেখে ছবি তুলে সরবরাহ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

প্রতিবেদকের বক্তব্য : সুনির্দিষ্ট তথ্য ও প্রাপ্ত ছবির ভিত্তিতে খবরটি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে প্রতিবেদকের নিজের কোনো তথ্য ছিল না।

সর্বশেষ খবর