বুধবার, ৩১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

খুলনা-কলকাতা সরাসরি বাস সার্ভিস চালু

বেনাপোল (যশোর) প্রতিনিধি

খুলনার সঙ্গে ভারতের কলকাতার সরাসরি যাত্রীবাহী বাস সার্ভিস গতকাল বিকালে চালু হয়েছে। ভারতের সঙ্গে এটি বাংলাদেশের চতুর্থ পরিবহন যোগাযোগ ব্যবস্থা। এর আগে শিলিগুড়ি, আগরতলা কলকাতার সঙ্গে বাংলাদেশের  সরাসরি বাস সার্ভিস চালু হয়। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে ভারতের কলকাতা থেকে ছেড়ে আসা বাসটি বেনাপোলে পৌঁছালে নোম্যান্সল্যান্ডে যাত্রীদের এবং বাংলা ভূতল পরিবহন নিগমের স্পেশাল সেক্রেটারি বিশ্বজিত ঘোষসহ অন্যদের ফুল ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানান যশোর জেলা প্রশাসনের পক্ষে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল বন্দর পরিচালক নেতাই চন্দ্র সেন, কাস্টম ডেপুটি কমিশনার মারুফুর রহমান, ভারতের পক্ষে প্রিন্সিপ্যাল কর্মকর্তা অরুপ কুমার, আলয় কুমার প্রমুখ। কলকাতার সল্টলেকে বাসটির উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

সর্বশেষ খবর