বুধবার, ৩১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশের রিভিউ আবেদন খারিজ হওয়ায় আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। গতকাল দুপুরে শাহবাগ থেকে শুরু হয়ে মিছিলটি চারুকলা অনুষদ মোড় ঘুরে পুনরায় শাহবাগে গিয়ে শেষ হয়। এর আগে সকাল ৮টা থেকে জাদুঘরের সামনে অবস্থান নেয় মঞ্চের নেতা-কর্মীরা।

মিছিল শেষে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, মীর কাসেম আলীর রায়ের রিভিউ আবেদন খারিজের মধ্যদিয়ে ন্যায়ের দাবি জয়ী হয়েছে। আমাদের যে শঙ্কা ছিল আজকে এই রায়ের মধ্য দিয়ে সেই শঙ্কা দূর হলো। কারণ অন্যান্য যুদ্ধাপরাধীদের রায়ের তুলনায় মীর কাসেম আলীর রিভিউ শেষ হতে সর্বোচ্চ সময় লেগেছে।

তিনি বলেন, মীর কাসেম আলী তার প্রভাবপ্রতিপত্তি নানা ভাবে জামায়াতকে বাঁচানোর কাজে ব্যবহার করেছেন। জামায়াত নিষিদ্ধের পথে প্রধান বাধা ছিল তার এই অর্থ ও প্রতিপত্তি।

সর্বশেষ খবর