শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জঙ্গি নেতা উমায়েরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডু থেকে গ্রেফতার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) বায়তুল মাল সম্পাদক মুসহাব ইবনে উমায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য সন্ত্রাস দমন আইনের মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ। গতকাল বিকালে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদের এ অনুমতি দিয়েছেন বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী। এর আগে নগরীর পতেঙ্গা থানায় দায়ের হওয়া এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল। গত ৯ জুলাই রাতে সীতাকুণ্ডু থেকে জেলা পুলিশের একটি টিম উমায়েরসহ চারজনকে গ্রেফতার করে, যাদের সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এদের মধ্যে উমায়ের ধর্মান্তরিত হয়ে পিকলু দাশ থেকে মুসহাব ইবনে উমায়ের হয়ে আনরুল্লাহ বাংলা টিমে যোগ দেয় বলে পুলিশ জানিয়েছিল। গত ৩১ জুলাই নগরীর পতেঙ্গা থানার কাটগড় মুসলিমাবাদ এলাকায় শেরে পতেঙ্গা নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর