শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজশাহী-কলকাতা বাস সার্ভিস চালু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অবশেষে রাজশাহী-কলকাতা রুটে সরাসরি বাস চলাচল শুরু হলো। বেসরকারি বাস সার্ভিস প্রতিষ্ঠান ‘দেশ ট্রাভেলস’ রাজশাহীবাসীর দীর্ঘদিনের এই চাওয়া পূরণ করল। গতকাল সকালে এই রুটে বাস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামসুর রহমান শান্ত।  রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি মঞ্জুর রহমান পিটার, রাজশাহী মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি, সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সকাল সোয়া ৭টায় সাতজন যাত্রী নিয়ে দেশ ট্রাভেলসের একটি বাস কলকাতার উদ্দেশ্যে রাজশাহী ছাড়ে। দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ রানা জানান, এখন থেকে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস প্রতিদিন কুষ্টিয়া-যশোর-বেনাপোল হয়ে কলকাতা যাবে। সকাল সোয়া ৭টায় বাসটি কলকাতার উদ্দেশ্যে রাজশাহী ছাড়বে। সেটি কলকাতা পৌঁছবে বিকাল সাড়ে ৫টায়। এই বাসটি পরদিন বেলা ১১টায় আবার রাজশাহীর উদ্দেশ্যে কলকাতা ছাড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর