শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জন্মদিনে ভালোবাসায় সিক্ত মুস্তাফা মনোয়ার

সাংস্কৃতিক প্রতিবেদক

জন্মদিনে ভালোবাসায় সিক্ত মুস্তাফা মনোয়ার

৮২তম জন্মদিনে সংস্কৃতিকর্মী ও সুহৃদদের ভালোবাসায় ধন্য হলেন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। ডিরেক্টরস গিল্ডের আয়োজনে গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত জন্মজয়ন্তীর এই আয়োজন সাজানো হয় গান, কবিতা, নৃত্য ও কথামালার সমাহারে। শিল্পী মুস্তাফা মনোয়ারকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ, অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড, চিলড্রেন ফিল্ম সোসাইটি, বাংলাদেশ থিয়েটার, সংলাপ গ্রুপ থিয়েটার, টেলিভিশন নাট্যকার সংঘ, আরটিভিসহ বহু সংগঠন ও প্রতিষ্ঠান। অন্যদিকে বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মুস্তাফা মনোয়ারের জন্মদিন উদযাপন করে বাংলাদেশ চারুশিল্পী সংসদ।

মূল্যবোধের নাট্যোৎসব : মূল্যবোধ তৈরির লক্ষ্য নিয়ে শিল্পকলা একাডেমিতে শুরু হলো মূল্যবোধের নাট্য উৎসব। শিল্পকলা একাডেমির আয়োজনে এই উৎসবে প্রথম ধাপে ২০টি জেলা তাদের নিজ নিজ নাটক মঞ্চায়ন করবে। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে শুরু হয় সপ্তাহব্যাপী এই নাট্য উৎসব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার ও প্রাবন্ধিক মফিদুল হক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর