শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্ষুদ্র ঋণগ্রহীতা সুরক্ষায় স্বীকৃতি পেল ব্র্যাক

নিজস্ব প্রতিবেদক

মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সেবাগ্রহীতাদের সুরক্ষায় অঙ্গীকার বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ এ বছর স্মার্ট-এর সনদ পেয়েছে ব্র্যাক। এই সম্মাননা অর্জনের মাধ্যমে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এই প্রথমবারের মতো বিশ্বব্যাপী সুপরিচিত ও নেতৃস্থানীয় আরও ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলো। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গতকাল স্মার্ট ক্যাম্পেইন থেকে এই সম্মাননা ঘোষণা করা হয়। ‘ক্লায়েন্ট প্রোটেকশন সার্টিফিকেশন’ একটি নিরপেক্ষ, তৃতীয় পক্ষ দ্বারা মূল্যায়িত সার্বজনীন স্বীকৃতি। আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের সেবাগ্রহীতাদের সুরক্ষাকল্পে কতটা সন্তোষজনকভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে তার ওপর ভিত্তি করে এই সনদ দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর