Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫৯
নদী ভাঙন থেকে রক্ষা পেতে মানববন্ধন

সর্বনাশা তেঁতুলিয়ার উত্তাল স্রোতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলাধীন দূর্গাপাশা ইউনিয়নের বেশিরভাগ গ্রামই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাদের দুর্দশার কেউই পাশে দাঁড়ায়নি অভিযোগ এনে নদী ভাঙন ঠেকাতে জরুরি পদক্ষেপ দাবিতে ঢাকায় বসবাসকারীরা গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আয়োজক সংগঠন নদী ভাঙন রোধ পরিষদের সভাপতি কমল চন্দ  সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন চন্দ  দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক পুনরুত্থান প্রকাশক মো. সাইফুল ইসলাম সবুজ, আওয়ামী লীগের কেন্দ ীয় উপকমিটির সহসভাপতি মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু সিকদার, দূর্গাপাশার ইউপি চেয়ারম্যান আবুল বাশার সিকদার প্রমুখ। বিজ্ঞপ্তি

এই পাতার আরো খবর
up-arrow