শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাতীয় ঐক্য না থাকায় সন্ত্রাস জঙ্গিবাদের বিস্তার ঘটছে

————————— জেএসডি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্য না থাকায় দেশে সন্ত্রাস-জঙ্গিবাদের বিস্তার ঘটছে। তেল-গ্যাস-বন্দরসহ জাতীয় সম্পদের ওপর বিদেশিদের খবরদারি বাড়ছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভার প্রস্তাবে এসব কথা বলা হয়েছে। গতকাল রাজধানীর গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কমিটির সভায় এ প্রস্তাব আনা হয়। সভায় সরকারের জেলা পরিষদ নীতি ও রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। সভার প্রস্তাবে বলা হয়, সরকার জঙ্গিবাদের উৎস নির্মূল না করে ক্ষমতায় থাকার ইস্যু হিসেবে ব্যবহার করতে চায়। দুই জোটের ক্ষমতার কাড়াকাড়িই জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা। জাতীয় স্বার্থ রক্ষা করে কার্যকর উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করার জন্য উপ-আঞ্চলিক সহযোগিতা জোট গড়ে তোলার উদ্যোগ জোরদার করতে হবে। জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, এম এ গোফরান, আতাউল করিম ফারুক, সিরাজ মিয়া, তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর