রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

গাড়ির কাগজ নিয়ে হয়রানি করলে ব্যবস্থা নেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের কোনো সদস্য সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গাড়ির কাগজপত্র তল্লাশি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। গতকাল চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান। বৈঠকে পুলিশ কর্মকর্তা হাবিবুর সরকারি নির্দেশনার কথা জানিয়ে ঈদের আগে সড়কে কোনো ধরনের কাগজপত্র তল্লাশি করা হবে না উল্লেখ করলে পরিবহন মালিক ও শ্রমিকরা অভিযোগ করেন, এখনো কাগজপত্র তল্লাশির নামে পুলিশ সদস্যরা টাকা আদায়সহ বিভিন্নভাবে হয়রানি করছেন। জবাবে তিনি বলেন, সড়কে চাঁদাবাজি বন্ধে যা যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পুলিশের পক্ষ থেকে নেওয়া হবে। চাঁদাবাজির সঙ্গে হাইওয়ে, থানা ও ট্রাফিক পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাদের ক্লোজ করে লাইনে নিয়ে আসা হবে। কোন স্থানে কোন সংগঠন বা ‘বাহিনীর’ বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চট্টগ্রাম জেলার এ পুলিশ কর্মকর্তা। কোরবানির ঈদ সামনে রেখে এক হাটের গরু জোর করে অন্য হাটে নিয়ে যাওয়ার অভিযোগ আসছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানার ওসিদেরও নির্দেশ দেন তিনি। অনুমোদনহীন গরুর হাটের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর