Bangladesh Pratidin

ফোকাস

  • চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনের মরদেহ উদ্ধার, আরও থাকতে পারে: আইজিপি
প্রকাশ : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:১২
ইসলামের সঠিক জ্ঞানের অভাবেই জঙ্গিবাদের জন্ম
নিজস্ব প্রতিবেদক

ইসলামের সঠিক জ্ঞানের অভাবেই জঙ্গিবাদ জন্ম হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর। তিনি বলেন, ইসলাম ও ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি সম্পর্কে যথাযথ জ্ঞানের অভাবেই মুসলিম উম্মাহ সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানব রচিত ব্যবস্থা গ্রহণের কারণে দল ও উপদলে বিভক্ত হয়ে সংঘাত ও সংঘর্ষে লিপ্ত হচ্ছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে ইসলামী সমাজের উদ্যোগে ইসলাম ও ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে জঙ্গিবাদসহ বিভ্রান্তি নিরসনে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের আমির সৈয়দ হুমায়ূন কবীর এসব কথা বলেন। আকিক হাবিবুজ্জামানের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতা আবু জাফর মুহাম্মাদ ইকবাল, মুহাম্মাদ ইয়াছিন প্রমুখ এতে বক্তব্য দেন।

এই পাতার আরো খবর
up-arrow