রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ডিবি পরিচয়ে ৭ লাখ টাকাসহ ব্যবসায়ীকে অপহরণ!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে একটি যাত্রীবাহী বাস থামিয়ে ৭ লাখ টাকাসহ হাফেজ ইয়ামিন নামের এক ড্রেজার ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে! গতকাল বিকাল ৪টার দিকে ওই ঘটনার পরে অপহূতের পাশের সিটে বসা এক ব্যক্তি বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করেন। তবে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শকের দাবি তাদের কোনো টিম অভিযান চালায়নি। প্রত্যক্ষদর্শী আরিফ জানান, ‘চাঁদপুরের মতলবের বাসিন্দা হাফেজ ইয়ামিন নামের ড্রেজার ব্যবসায়ী ঢাকার একটি ব্যাংক থেকে ৭ লাখ টাকা তুলে বিআরটিসি এসি বাসে নারায়ণগঞ্জে ফিরছিলেন। তার পরনে পাঞ্জাবি ও মুখে দাড়ি ছিল। বিকাল ৪টার দিকে বাসটি সাইনবোর্ড কোবা মসজিদ এলাকায় পৌঁছলে একটি মাইক্রো (ঢাকা মেট্রো ট ১৫-১৯২১) ব্যারিকেড দিয়ে ওই এসি বাসটির গতি রোধ করে। তখন ডিবি পুলিশের কটি (জ্যাকেট) পরিহিত কয়েকজন হাতকড়া ও লাঠি নিয়ে বাসে ওঠেন। এ সময় তারা হাফেজ ইয়ামিনকে জেএমবির জঙ্গি দাবি করে টাকার ব্যাগসহ নামিয়ে মাইক্রোয় তুলে কাঁচপুরের দিকে চলে যায়। পরে আমি বিষয়টি প্রথমে পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে অবহিত করি। এরপর ডিবি পুলিশের কাছে বিষয়টি জানাই।’ নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, তাদের কোনো টিম এ ধরনের অভিযান চালায়নি। বিষয়টি তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর