রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নারায়ণগঞ্জের ইতিহাস না জানলে দেশকে চেনা যাবে না

----------- সেলিম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংসদ সদস্য সেলিম ওসমান শনিবার বলেছেন, নারায়ণগঞ্জের ইতিহাস না জানলে দেশকে চেনা যাবে না। তিনি গতকাল নারায়ণগঞ্জ কলেজ প্রাঙ্গণে জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, বাংলাদেশকে চিনতে হলে আগে নারায়ণগঞ্জের ইতিহাস সম্পর্কে জানতে হবে। অনেক আগে বাংলার রাজধানী ছিল এই নারায়ণগঞ্জের সোনারগাঁ। এখান থেকেই দেশ পরিচালনা করা হতো। কিন্তু কিছু লোকের অপরাজনীতি ও সন্ত্রাসের কারণে এখান থেকে অনেক জ্ঞানী-গুণী চলে গেছেন। নারায়ণগঞ্জে আদমজী জুট মিল, চিত্তরঞ্জন, লক্ষ্মী নারায়ণগঞ্জ, ঢাকেশ্বরীর মতো প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। কারা এসব ধ্বংস করল? কারাই বা তামিমদের মতো কুলাঙ্গারদের নারায়ণগঞ্জে বাসা ভাড়া নিয়ে দিল। কারা বাংলাদেশে জঙ্গিবাদের জন্ম দিয়েছে? মূলত ’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জঙ্গিবাদের জন্ম দেওয়া হয়। আমার নারায়ণগঞ্জের মানুষ জঙ্গি না। জঙ্গিরা নারায়ণগঞ্জকে বেছে নিয়েছে অন্যান্য স্থানে যাতায়াত সুবিধার জন্য। জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার ফারুক হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনেওয়াজ চৌধুরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর