রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিরা গ্রেফতার হতে চায় না : আইজিপি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, পৃথিবীর সব দেশে জঙ্গিদের সরাসরি ‘ক্রসফায়ার’ করা হয়। তবে বাংলাদেশে জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। কিন্তু তারা গ্রেফতার হতে চায় না। গতকাল দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জঙ্গিরা আত্মঘাতী। তাদের মিশন ‘হয় মারবো, না হয় মরবো’। আর এ জন্যই তারা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়াচ্ছে এবং মারা পড়ছে। কিন্তু একটি মহল পুলিশকে বিতর্কিত করার চেষ্টা করছে। আইজিপি বলেন, দেশের তরুণ সমাজকে ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে। তাদেরকে জান্নাতের লোভ দেখানো হচ্ছে। কিন্তু জঙ্গিবাদ ইসলাম নয়। জঙ্গিবাদে জড়ানোর পরেও যদি কোনো যুবক অপরাধ না করে থাকে, তবে সে সহজেই সে পথ থেকে ফিরে আসতে পারবে। পুলিশ তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। তাকে কোনো হয়রানি করা হবে না। তবে জঙ্গিবাদে জড়িয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করলে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। তিনি উল্লেখ করেন, গুলশান, শোলাকিয়া, কল্যাণপুরে যেসব জঙ্গি মারা গেছে, তাদের স্বজনরা লাশ নিতে আসছে না। কারণ তারা এই কর্মকাণ্ড ঘৃণা করেন। যারা মনে করছেন এদেশ জঙ্গিদের উর্বর ভূমি, তারা বোকার স্বর্গে বাস করছেন। এদেশে জঙ্গিদের কোনো স্থান হবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী-২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা, মহানগর কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক, নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেন, রাসিকের দয়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম, র‌্যাব-৫ এর অধিনায়ক মাহবুবুল আলম, বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট শাহজাহান সিরাজ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর