সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে

—— পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘জঙ্গিবাদ আমাদের এক নতুন সমস্যা। এটা একা মোকাবিলা করা যাবে না। দেশের সব মানুষকে সম্পৃক্ত করে এর মোকাবিলা করতে হবে।’ জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গতকাল দুপুরে রাজধানীর রমনায় বিজ (বিআইআইএসএস) অডিটরিয়ামে ‘নিরাপত্তা ও উন্নয়নে আন্তঃমুখী চ্যালেঞ্জিং’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এ সেমিনারের আয়োজন করে। মুস্তফা কামাল বলেন, জঙ্গিবাদের মতো নতুন যে সমস্যা, তা যুদ্ধ বা গোলাবরুদ দিয়ে সমাধান সম্ভব না। এটা আমাদের দেশের একার সমস্যা নয়, বৈশ্বিক সমস্যা, কিন্তু এ বিষয়টি ছোট করে দেখার কিছু নেই। জঙ্গিবাদের মূল বিষয় কোথায়? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, এর মূলে রয়েছে চক্রান্ত, ইসলামকে খাটো করতে বিশ্বব্যাপী এই চক্রান্ত শুরু হয়েছে। পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশে তো অর্থনৈতিক সমস্যা নেই, তারপরও কেন এমন বিষয় আসলো! শিক্ষা ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে, সরকারের বিভিন্ন পর্যায়ে স্বচ্ছতা রয়েছে, গণতন্ত্র আছে।

বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, যারা বাংলাদেশকে স্বীকার করে না, বরং দেশে বসে অন্য রাষ্ট্রের জন্য কাজ করে তারা কখনো বিরোধী দল হতে পারে না। তিনি বলেন, পাবলিক ও প্রাইভেট সেক্টরকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশে গণতন্ত্র না থাকলে উন্নয়ন হয় কীভাবে। সবাই দুর্নীতিবাজ নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর