শিরোনাম
সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শিক্ষার্থীদের জন্য এমপি সেলিম ওসমানের অনুদান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বন্দর উপজেলা এলাকার স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীকে শিক্ষা সফরে যাওয়ার জন্য বিলাসবহুল দুটি এসি বাস প্রদান করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সেই সঙ্গে গাড়ি দুটি পরিচালনার জন্য সংসদ সদস্য হিসেবে গত ২৬ মাসে সরকারের কাছ থেকে প্রাপ্ত নিজের সম্মানী ভাতার ২৬ লাখ ৯৭ হাজার ৭০৩ টাকা অনুদান হিসেবে প্রদান করেছেন। ভবিষ্যতে ব্যবসায়ীদের সহযোগিতায় নারায়ণগঞ্জ শহর এলাকার শিক্ষার্থীদের জন্য আরও দুটি বাসের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন তিনি। গতকাল বন্দর সমরক্ষেত্র মাঠে সংসদ সদস্য সেলিম ওসমানের অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তত্ত্বাবধানে আয়োজিত ১৪ দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে বন্দর উপজেলার শিক্ষার্থীদের জন্য এ উপহার প্রদান করেন এমপি সেলিম ওসমান। বাস দুটি নিজের ব্যক্তিগত তহবিল ও এসপি নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুবল চন্দ্র সাহা, মডেল ডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  শামসুজ্জামান, এসরোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদুল ইসলামের আর্থিক সহযোগিতায় স্কু শিক্ষার্থীদের জন্য বাস দুটি ক্রয় করা হয়েছে বলে মঞ্চে ঘোষণা  দেন এমপি সেলিম ওসমান। এ ছাড়া বৃক্ষমেলা উপলক্ষে বন্দরের শিক্ষার্থীদের মাঝে ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান দেশি ফল বেশি খান’ শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিএম ইউনিয়ন উচ্চবিদ্যালয় এবং বন্দর গার্লস স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় বিএম ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. একেএম শাহনেওয়াজ চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদফতর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবদুল মুঈদ, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর