শিরোনাম
সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

আওয়ামী লীগের কাউন্সিলে ঢাকাকে সাজানো হবে নান্দনিক রূপে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে রাজধানী ঢাকাকে সাজানো হবে নান্দনিক রূপে। রাজধানীর পাশাপাশি জেলা-উপজেলাতেও কাউন্সিলের ঢেউ লাগাতে সাজানো হবে দলীয় কার্যালয় ও গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলো। তুলে ধরা হবে আওয়ামী লীগের গঠন প্রক্রিয়া থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে দলের অবদান এবং সাফল্য। থাকবে প্রযুক্তির ছোঁয়াও। গতকাল বিকালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সংসদ ভবনের কার্যালয়ে কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে গঠিত মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে ও সদস্য সচিব বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের পরিচালনায় কমিটির সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন— অ্যাডভোকেট সাহারা খাতুন, অসীম কুমার উকিল, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, ব্যারিস্টার ফজলে নূর তাপস, নাজমা আক্তার, অপু উকিল, মুকুল চৌধুরী, বজলুর রহমান, মাঈনুদ্দিন হাসান চৌধুরী, ইসহাক আলী খান পান্না, ডা. দীলিপ রায়, সাইফুজ্জামান শিখর, মাহমুদ হাসান রিপন, বদিউজ্জামান সোহাগ, নজিবুল্লাহ হিরু, মশিউর রহমান হুমায়ুন প্রমুখ। মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানী ঢাকাকে উৎসবের নগরীতে পরিণত করা হবে। এ ছাড়াও প্রধানমন্ত্রী, সরকার ও দলের অর্জনও দেশবাসীকে জানানো হবে। এবার আমরা বর্ণাঢ্য কাউন্সিল করতে যাচ্ছি। মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সদস্য সচিব বস্ত্র ও পাটমন্ত্রী মির্জা আজম বলেন, গতবারও গণভবন থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত সাজসজ্জার সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সারা দেশকে জানাতে হবে, আওয়ামী লীগের কাউন্সিল হচ্ছে। ঢাকা মহানগরের প্রত্যেকটি নির্বাচনী এলাকা সম্মেলন উপলক্ষে সজ্জিত হবে। একই সঙ্গে জেলা ও মহানগর, থানা, উপজেলা, ইউনিয়ন পর্যায়েও সাজসজ্জার পরিধি বৃদ্ধি করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর