Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮

প্রকাশ : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৪ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৩০
টাঙ্গাইলে দর্জি নিখিল হত্যা
জেএমবি সদস্য গ্রেফতার আদালতে স্বীকারোক্তি
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যা মামলায় মুসলিম উদ্দিন সোহেল (২২) নামের এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ জানান, শনিবার রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকার আবদুল গণি মিয়ার ছেলে। সে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। গতকাল বিকালে তাকে কঠোর নিরাপত্তায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুজ্জামানের আদালতে হাজির করা হলে সেখানে সে ১৬৪ ধারায় নিখিল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। জবানবন্দিতে সোহেল নিজেকে জেএমবি সদস্য দাবি করে এই হত্যাকাণ্ডে আরও দুজনের অংশগ্রহণের কথাও স্বীকার করে। তারা হলো পঞ্চগড় জেলার বাইক হাসান ও সিরাজগঞ্জ জেলার হৃদয় হাসান। এদের মধ্যে বাইক হাসান সম্প্রতি পঞ্চগড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। অপরদিকে হৃদয় পলাতক রয়েছে। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল মোটরসাইকেলে করে অজ্ঞাত তিন যুবক টাঙ্গাইলের গোপালপুরের ডুবাইল এলাকায় নিজ বাড়ির সামনে স্থানীয় থান কাপড় ব্যবসায়ী ও দর্জি নিখিল জোয়ার্দারকে (৫০) কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিখিল ২০১২ সালে ধর্ম অবমাননার দায়ে গ্রেফতার হয়েছিল।

এই পাতার আরো খবর
up-arrow