সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঈদে ৮০টি বিআরটিসির বিশেষ বাস প্রস্তুত

———————— ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের স্বস্তিতে বাড়ি ফেরা নিশ্চিত করতে বিআরটিসির ৮০টি বাস প্রস্তুত রয়েছে। যাত্রীদের ভ্রমণ এবার স্বস্তি দায়ক হবে। দেশের সব মহাসড়কের পাশে কোরবানির পশুরহাট বসা নিষিদ্ধ করা হয়েছে। মহাসড়কে গাড়ি চালকদের বেপরোয়া ড্রাইভের কারণে যানজট সৃষ্টি হয়। তাই যানজট নিরসনে এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রী গতকাল দুপুর ১টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন কালে সাংবাদিকদের এসব কথা বলেন। পরে মন্ত্রী এ রুটে বিভিন্ন যাত্রীবাহী যানবাহনের কাগজপত্র ও ফিটনেস পরীক্ষা করেন। এ সময় মন্ত্রী জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘড়িয়ায়, নিমতলা ও মাওয়া চৌরাস্তায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে। ৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫টি বিভিন্ন যানবাহনকে ২৮টি মামলা ও ৩৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এতে সড়ক ও জনপথ ও বিআরটিএর বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর