Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
প্রকাশ : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০৩:০৬
কঠোর অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক
ইডিএফের অর্থ জালিয়াতি
নিজস্ব প্রতিবেদক

রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) অর্থ নিয়ে জালিয়াতির ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের এমডিদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগ পাওয়া গেছে, কিছু ব্যাংক নিয়মের বাইরে সীমার অতিরিক্ত ঋণ দিচ্ছে। অনেক সময় ঋণ সুবিধা প্রদানের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার মূল্যকে বিবেচনায় না নিয়ে ব্যাংকগুলো ঋণ দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক এমন একাধিক অভিযোগ পেয়েছে।   সূত্র জানায়, এমন জালিয়াতি রোধে কঠোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের এমডিদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে আমদানির বিপরীতে ইডিএফের আওতায় ঋণ সুবিধার সর্বোচ্চ সীমা নির্ধারিত রয়েছে। সম্প্রতি এসব ঋণ সুবিধা নিতে সীমা অতিক্রম করার নজির পাওয়া গেছে। ইডিএফের ঋণ নিয়ে যাতে কোনো ধরনের জালিয়াতি না হয় সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হল।

এই পাতার আরো খবর
up-arrow