মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
থাই কর্মকর্তাদের কারখানা পরিদর্শন

আসিয়ান অঞ্চলে ওয়ালটন পণ্যের বাজার সম্ভাবনা

গাজীপুর প্রতিনিধি

‘ওয়ালটন পণ্যের মান থাইল্যান্ডসহ আসিয়ান দেশভুক্ত অঞ্চলে গ্রহণযোগ্য। এমনকি ইউরোপ-আমেরিকায়ও তা রপ্তানি হতে পারে। থাই ব্যবসায়ীদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে শুধু থাইল্যান্ডেই নয়, আশিয়ান অঞ্চলের দেশগুলোয় বাজার সম্প্রসারণ হতে পারে ওয়ালটনের। ওয়ালটনের উত্থান শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশের জন্যও উদাহরণ।’ থাইল্যান্ড বোর্ড অব ইনভেস্টমেন্টের ডেপুটি সেক্রেটারি জেনারেল চোকেদি কায়েসাং গতকাল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন শেষে এসব কথা বলেন। তার নেতৃত্বে থাইল্যান্ডের ২০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল ওয়ালটন কারখানা পরিদর্শন করে। তারা ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া সরেজমিন প্রত্যক্ষ করেন। সকালে থাই বোর্ড অব ইনভেস্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীদের স্বাগত জানান ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান ও আশরাফুল আম্বিয়া, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর লে. কর্নেল (অব.) আবদুল কাদের, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, কর্নেল (অব.) এস এম শাহাদাত আলম প্রমুখ।

ওয়ালটন কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চোকেদি কায়েসাং বলেন, বাংলাদেশ বিশ্বের দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশগুলোর অন্যতম। তাই থাইল্যান্ড বোর্ড অব ইনভেস্টমেন্ট এবং ইলেকট্রনিক, অটোমোবাইলসহ অন্যান্য খাতের ব্যবসায়ীরা বাংলাদেশের সম্ভাবনাময় বিনিয়োগ খাতগুলো সম্পর্কে জানতে আগ্রহী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর